এই প্রশ্নটি আইবিএতে ভর্তিচ্ছু প্রায় সকলের । আমি নিজে আইবিএতে পড়ার সময় একজন সন্মানিত প্রফেসর স্যারের কাছে জিজ্ঞাসা করেছিলাম ।
আমি জাস্ট তাদের উত্তরটাই একটু গুছিয়ে এখানে লিখে দিচ্ছিঃ
এখন প্রশ্ন হচ্ছে আইবিএ কি ধরনের ক্যান্ডিডেট চায় ?
এবার আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা বলি ………
আর যারা সামনেরবার এক্সাম দিচ্ছেন তাদের উদ্দেশ্যে ………..
আইবিএর ৬২ ইনটেকের মক ভাইভাতে ফ্রি অংশ নিতে এই ডক ফাইলটি ফিল-আপ করুন
https://forms.gle/xxv26uSgLQxg3g2u6
আইবিএর ৬৩ ইনটেকের জন্যও Capstone এর স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি শুরু হয়ে গিয়েছে । ১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য Capstone দেয় লাইফটাইম স্টুডেন্টশীপ অর্থাৎ, একবার ভর্তি হলে পরবর্তীতে ফ্রি ক্লাস করা যাবে ।
এছাড়াও ব্যাসিককে আরো ভালো করার জন্য দেয়া হচ্ছে ফ্রি-ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ।
এই স্পেশাল ব্যাচগুলো থেকেই কিন্তু আইবিএতে গত ৬ ইনটেক ধরে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পাচ্ছে এবং বর্তমানে প্রায় ১২০ এর অধিক শিক্ষার্থী আজ আইবিএতে পড়ছে ।
আর ইএমবিএ, বিইউপি, বিয়াইবিএমের মত প্রতিষ্ঠানগুলোতে পড়ছে প্রায় ৫০০ এর উপর শিক্ষার্থী ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে…………
আইবিএ এমবিএ স্পেশাল ব্যাচ—– ( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত)
ঢাবি ইভিনিং এমবিএ প্রিমিয়াম ব্যাচ—-(২,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ ব্যাচ—–( ১,০০০ টাকা ছাড়, ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত)
কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই ফর্মটি পূরণ করুন
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
2 Comments
Nazmul Sarker May 06, 2016
thnks
Md Waliullah Suhas May 07, 2016
thanks