আমি ৫৯ ইনটেক এ ট্রাই করেছিলাম ,হয় নাই । তখন প্রায় ১ মাসের একটা ভালো প্রিপারেশন ছিলো,কিন্তু আমারে রাইটিং পার্ট টা খারাপ হয়েছিলো ঐবার।
প্রচুর কাটাকাটি হয়েছিলো,আর অগোছালো ছিলো রাইটিং টা। নাইলে বাদ বাকি এম সি কিউ ভালোই হয়েছিলো মোটামুটি ।
এইবার ৬০ ইনটেক এর জন্যে প্রায় ২ মাস এর মতো প্রিপারেশন ছিলো ।
আমার মতে ইংলিশ এর ভালো রিডিং হ্যাবিট থাকলে ২ মাস মোর দ্যান এনাফ ।
এইটা আমার একন্তই নিজের প্রিপারেশন নিয়ে লিখছি। আপনার এভাবে পড়তে হবে কোন কথা নাই,নিজের কমফোর্ট জোন খুজে নিন,ঐ ভাবে প্রিপারেশন নিন ।
ইংলিশ –
রিডিং এর কোন অল্টারনেট নাই —
Economist , NY times, Guardian, Dialy start এগুলা থেকে রেগুলার রিডিং পড়েন ।
আর পড়ার সময় বড় বড় সেন্টেন্স গুলা এনালাইসিস করে পড়েন, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ভ এগুলা ধরার ট্রাই করেন ,অনেক কাজে দিবে ।
Barrons 333 -লাগবেই – নিচে ফাইল গুলা দিয়ে দিলাম
vocabulider – এই বইটা দেখতে পারেন ভালই ,প্লাস বইয়ের রাইটার এর ভিডিও গুলাও youtube এ পাবেন।
আসলেই ভোকাব খালি মুখস্থ করে কুল কিনারা পাবেন না। আর এইটাই প্রিপারেশন এর একমাত্র লেংথী পার্ট। কিছু স্ট্রেটেজী আমি ফলো করসিলাম যা ভালোই কাজে দিছে। নিচে দিলাম –
https://www.vocabulary.com/ — এইটা বেস্ট।
এইখানে যে কোন ওয়ার্ড এর খুব ডিটেইলস দেয়া থাকে ,প্লাস ঐ ওয়ার্ড গুলা আসলেই কি বোঝায় এবং ভালো ভালো নিউসপেপার গুলাতে কিভাবে ইউস হয় ঐটাও দেয়া থাকে ।
সময় নিয়ে প্রতি ওয়ার্ড পড়বেন এবং বিভিন্ন আর্টিকেল এ কিভাবে ইউছ হচ্ছে দেখে নিবেন। এতে করে আপনার রিডিং হ্যাবিটও অনেক ডেভেলপড হবে ।
এইখানে লিস্ট ও বানানো যায় নিজের মতো করে ,যা থেকে পরে রিভাইছ করতে পারবনে।
এছাড়া নিচের ওয়েবসাট গুলো ও দেখতে পারেন –
https://www.wordnik.com/
https://www.etymonline.com/
https://mnemonicdictionary.com/ – (এই ওয়েবসাইট টা বেশ হেল্পফুল)
এইবার একটা ভিন্ন বিষয় নিয়ে বলি ,যা থেকে প্রতিবার ৩/৪ টা প্রশ্ন আসেই এবং যা নিয়ে অনেক কনফিউসড হতাম আমি ।
homonym/homophone/homograph
এইটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন ,যাদের বলা হয় notoriously confusing words . নিচে কিছু লিঙ্ক দিলাম যা থেকে মোটামুটি টপিক টা ক্লিয়ার হয়ে যাবে।
https://www.vocabulary.com/articles/chooseyourwords/ — এইটা অবশ্যই দেখা লাগবে
https://blog.oxforddictionaries.com/2015/10/08/31-commonly-confused-words/
https://www.grammarly.com/blog/commonly-confused-words/
http://www.gingersoftware.com/english-online/spelling-book/confusing-words
এমন আরো অনেক সাইট আছে। এগুলা অবশ্যই অবশ্যই দেখে যাবেন ।
আমার নিজের একটা নোট আছে হাতে বানানো ,সম্ভব হলে আপলোড দিবো।
গ্রামার নিয়ে সব আগের কথাই –
** গ্রামারে প্র্যাকটিস এর উপর কিছু নাই। তবে কি কি ভুল করছেন মার্ক করে রাখুন,কারন ঐ একই ভুল আপনি আবার করবেন ।
– Cliffs TOEFL — ৬ টা প্র্যাকটিস টেস্ট আর ৫/৬ টা মিনি টেস্ট
-Barron’s SAT PDF (link given below ) – ৬ টা মডেল টেস্ট থেকে error finding, sentence correction, text completion
-Official Gmat -14 edition – sentence correction, চাইলে reading comprehension ও করতে পারেন
-Grammar focus pdf ( link given below ) – এইটা অবশ্যই দেখবেন,এর পর SAT এর প্র্যাকটিস টেস্ট গুলো করবেন
কিছু প্র্যাকটিস ওয়েবসাইট
http://www.cracksat.net/sat/old-sat-practice-tests.html
https://www.majortests.com/sat/
http://www.lofoya.com/Verbal-Test-Questions-and-Answers/Sentence-Completion/intro
http://www.lofoya.com/Verbal-Test-Questions-and-Answers/Sentence-Correction/intro
গ্রামার ভাই প্র্যাকটিস উপর কিছু নাই, সময় নিয়ে করেন আর ভুল গুলো মনে রাখেন ।
ম্যাথ —
IBA এর ম্যাথ গুলো সহজ শুধু টাইম কনজিউমিং। ক্যাল্কুলেশন দ্রুত করতে পারলে ২৩/২৪ টা ম্যাথ এমনিতেই পারবেন । প্র্যাকটিস করলে হাতে চলে আসবে। বিশেষ করে প্রিভিয়াস ইয়ার এর প্রশ্নগুলো খুব ভালো করে করেন আর কিছু সাইট এর লিঙ্ক দিলাম ঐ গুলা থেকে করেন। এই সাইট গুলা থেকে হুবুহু ম্যাথ তুলে দেয়
-Math Q bank –
-previous year questions –
https://www.examveda.com/mcq-question-on-arithmetic-ability/
http://www.sawaal.com/aptitude-reasoning/quantitative-aptitude-arithmetic-ability-questions-and-answers.html
এনালাইটিক্যাল –
GRE bigbook – 27 model tests
200 puzzle pdf
Drive link –
https://drive.google.com/open?id=1xSac8TYKcSkoFe7YXP5mRXuJOwEF01oN
কোচিং করবো কি করবো না ?
আমি Capstone Education-এ ক্লাস করেছিলাম । আমার জন্য এটা হেল্পফুল ছিল । অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার জানতে পেরেছিলাম ।
আপনি যদি মনে করেন আপনার ১টা ভালো গাইডলাইন দরকার, কারো আন্ডারে থেকে নিজের ভুলগুলো শুধরে নেয়া দরকার তাহলে কোচিং করবেন ।
এছাড়াও ভাইয়ারা আমাকে ছোট-খাট অনেক ভুল ধরায়ও দিয়েছিলেন ।
তবে চান্স পেতে হলে কোচিং করতেই হবে এমনটা ম্যান্ডাটরি না ।
কোচিং না করেও অনেকে চান্স পায় । তবে আপনার জন্য কোচিং লাগবে কি লাগবে এটা নির্ভর করতেছে আপনি নিজে কতটুকু স্মার্টলি প্রিপারেশন নিচ্ছেন ।
সর্বশেষ কিছু কথা –
IBA তে অনেকেই কোয়ালিফাই করে না শুধুমাত্র টাইম ম্যানেজম্যান্ট এর জন্যে। বেশী খাইতে যাইয়েন না ,সব গুলো সেকশন এ কাট মার্ক্স এর ব্যাপার টা মাথায় রাখবেন ।
মক টেস্ট মাস্ট । টেস্ট গুলো দেয়ার সময় প্রতিদিন কি কি ভুল করছেন মার্ক করে রাখুন যা খুব ইম্পরটেন্ট ।সিরিয়াসলী মক গুলা দেন আর রাইটিং পার্টটা সিরিয়াসলী দিয়েন ।
রাইটিং এ সাবজেক্ট – ভার্ভ মাথায় রাখবেন,বড় সেন্টেন্স দরকার নাই , কাটাকাটি ছাড়া সহজ শব্দে প্রতিদিন প্র্যাকটিস করেন ।
আগের বছরের রাইটিং টপিক গুলা দেখে দেখে প্র্যাকটিস করেন । গ্রুপে রাইটিং নিয়ে অন্যদের টিপস গুলা দেখতে পারেন ।
এইটা সম্পূর্ন আমার প্রিপারেশন নিয়ে লিখেলাম । ওয়েবসাইটে আরও অনেক স্টাডি ম্যাটেরিয়াল আছে,পড়াতে থাকেন হয়ে যাবে ইনশাল্লাহ।
এছড়াও Capstone Education এর YouTube Channel-এ অনেক সাজেশন পাবেন ইনআল্লাহ্
আর অবশ্যই প্রে টু অলমাইটি আল্লাহ্ ( ভাগ্যের মাইর বড় মাইর )
আমার জন্যে দোয়া করবেন( বেশী বেশী )
————————————————————–
Capstone Education টানা আট ইনটেক ধরে আইবিএর এমবিএতে সাফল্যের শীর্ষে । ৬৩ ইনটেকে আমাদের স্পেশাল ব্যাচগুলো থেকে আইবিএতে কোয়ালিফাই করেছে ৬০ জনের মত।
গত ৭ ইনটেকে কোইয়ালিফাই করা শিক্ষার্থীর সংখ্যা ২০০ এর অধিক।
এই স্পেশাল ব্যাচগুলোতে আবারো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ।
শুধু আইবিএ নয় Capstone Education DU EMBA, BIBM, BUP, JU WMBA এর এক্সামগুলোতে শীর্ষ স্থান ধরে রেখেছে ।
এই প্রতিষ্ঠানগুলোতে গত ৩-৪ বছরে ৫০০ এর উপর শিক্ষার্থী কোয়ালিফাই করেছে ।
বর্তমানে আমাদের যে স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি চলছে
-
আইবিএ এমবিএ + জব প্রিমিয়াম ব্যাচ
অফলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
অনলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
-
আইবিএ এমবিএ স্পেশাল রেগুলার ব্যাচ
অফলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
অনলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
-
IELTS প্রিমিয়াম ব্যাচ
অফলাইন কোর্সে রেজিস্ট্রেশন লিংক
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
Recent Comments