গতকাল আইবিএর ভাইভার গুরুত্বপূর্ণ সাজেশনঃ পার্ট- ১ প্রকাশ করা হয়েছিল । আজকে দ্বিতীয় অংশ প্রকাশ করা হচ্ছে ।
ড্রেস কোডঃ
ছেলেরা ফরমাল শার্ট প্যান্ট পড়বে, অবশ্যই সু পড়ে যাবে । কোট বা ব্লেজার বাধ্যতামূলক না । তবে টাই পড়ে গেলে ভালো । যদি কেউ ধর্মীয় কারনে পাঞ্জাবী-পায়জামা বা বোরখাতে অভ্যস্ত থাকেন তাহলে তাই পড়ে যাবেন । এব্যাপারে আইবিএ কোন ডিসক্রিমিনেশন করবে না ইনশাআল্লাহ্ ।
মেয়েদের বেলায় ড্রেসকোড অনেকটা রিলাক্সড । শাড়ী বা সালোয়ার কামিজ যে কোন একটা পড়ে গেলেই হবে । তবে মার্জিত ও শালীন হতে হবে ।
এছাড়াও
১। রুমে ঢোকার আগে পারমিশন নেয়া ।
২। রুমে ঢুকে সবাইকে সালাম দেয়া/হ্যালো বলা । আইবিএর এর ক্ষেত্রে সালামকে প্রেফার করবো ।
৩। বসতে না বলা পর্যন্ত না বসা।
৪। বসার পর হাত টেবিলের উপর না রেখে হাটুর উপর রাখা । কাগজপত্রের ফাইল থাকলে সেটি হাটুর উপর রাখা ।
৫। কথা বলার সময় হাত না নেড়ে কথা বলা।
৬। কোন প্রশ্ন না বুঝলে সুন্দর করে আবার জিজ্ঞাসা করা, উদাঃ Pardon, May I hear the question again?
৭। কোন প্রশ্ন না পারলে আন্দাজে উত্তর না দিয়ে অথবা না ঘুরিয়ে, পেঁচিয়ে সরাসরি সারেন্ডার করা । উদাঃ Sorry Sir, I don’t know.
৮। যতটুকু জিজ্ঞাসা করা হয় ততটুকু উত্তর দেয়া । নিজের জ্ঞান জাহিরের চেস্টা না করা।
৯। কথাবার্তা, আচার আচরণে অহংকার বা অতিরিক্ত আত্ন-বিশ্বাস না দেখানো।
১০। কঠিন প্রশ্ন করলে বা উত্তর না জানলে ঘাবড়ে না যাওয়া।
১১। রুম থেকে বের হবার সময় আবার সবাইকে সালাম দিয়ে বের হওয়া।
১২। ধর্মীয় কারণে দাঁড়ি রাখলে সমস্যা নেই । তবে স্টাইল করে খোঁচা খোঁচা দাঁড়ি না রেখে ক্লিন সেভড হয়ে যাবেন ।
আগে থেকে কিছু কমন প্রশ্নের উত্তর রেডি করে যাবেন । তাহলে ভাইভাতে সুবিধা হবে ।
1. Describe Yourself
2. Why do you want to pursue BBA/MBA?
3.Mention your favorite courses? Least favorite courses? Why?
4.Any Questions from the current topics: Politics, Economics, Sports, Science, Culture. E.g—Tell us about the current GDP of Bangladesh, Inflation Rate, Remittance Flow, about latest innovation etc.
5. Some Key issues/histories/renowned personalities from your hometown
6. Personal characteristics that are required for becoming successful in professional life ?
7.What are your strengths and weaknesses?
8. Why do you want to study in IBA ?
9. Your favorite personality and why do you like him ?
10. Some very basic questions from Verbal & Quantitative: i.e. y=mx is a …………….equation.
আইবিএর ৬৪ ইনটেকের জন্যও Capstone এর স্পেশাল ব্যাচগুলোতে ভর্তি শুরু হয়ে গিয়েছে । ১টা সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য Capstone দেয় লাইফটাইম স্টুডেন্টশীপ অর্থাৎ, একবার ভর্তি হলে পরবর্তীতে ফ্রি ক্লাস করা যাবে ।
এছাড়াও ব্যাসিককে আরো ভালো করার জন্য দেয়া হচ্ছে ফ্রি-ব্যাসিক ডেভোলাপমেন্ট ক্লাস ।
এই স্পেশাল ব্যাচগুলো থেকেই কিন্তু আইবিএতে গত ৭ ইনটেক ধরে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী চান্স পাচ্ছে এবং বর্তমানে প্রায় ২৫০ এর অধিক শিক্ষার্থী আজ আইবিএতে পড়ছে ।
আর ইএমবিএ, বিইউপি, বিআইবিএমের মত প্রতিষ্ঠানগুলোতে পড়ছে প্রায় ৫০০ এর উপর শিক্ষার্থী ।
বর্তমানে আমাদের যে অফারগুলো চলছে…………
আইবিএ এমবিএ স্পেশাল অনলাইন ব্যাচ—– ( ৫,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল + জব প্রিমিয়াম অনলাইন ব্যাচ—– ( ৭,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল অফলাইন ব্যাচ—– ( ২,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
আইবিএ এমবিএ স্পেশাল + জব প্রিমিয়াম অফলাইন ব্যাচ—– ( ৪,০০০ টাকা ছাড়, জানুয়ারীর ৩১ তারিখ পর্যন্ত)
এক্সেকিউটিভ এমবিএ অনলাইন ব্যাচ—–( ৩,০০০ টাকা ছাড়, ফেব্রুয়ারীর ১০ তারিখ পর্যন্ত)
IELTS প্রিমিয়াম অফলাইন ব্যাচ—–( ৫,০০০ টাকা ছাড়, ফেব্রুয়ারীর ১০ তারিখ পর্যন্ত)
অনলাইন কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই লিংকে যান
অফলাইন কোর্সে সরাসরি রেজিস্ট্রেশন করতে এই লিংকে যান
IBA, BCS, DU EMBA, BIBM সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি প্রস্তুতির জন্য আমাদের বেশকিছু গুরুত্বপূর্ণ ফেসবুক গ্রুপ আছে । এই গ্রুপগুলোতে অনেক গুরুত্বপূর্ণ সাজেশন, গাইডলাইন ও স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করা হয় । অনেক এক্সপার্টরা তাদের সাফল্যের পেছনের গল্পগুলো এই গ্রুপগুলোতে তুলে ধরেন।
গ্রুপগুলোতে জয়েন করে আপনি নিজে যেমন উপকৃত হতে পারেন । তেমনি আপনার প্রিয় বন্ধুদের গ্রুপগুলোতে এড করে তাদেরও অনেক উপকার করতে পারেন ।
IBA, DU EMBA, BIBM এর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
BCS-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চাকরীর জন্য ডেডিকেটেড গ্রুপের লিংক
https://www.facebook.com/groups/685465674956004/
এছাড়া আমাদের ব্রাঞ্চগুলোর ঠিকানাঃ
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫।
#মিরপুর ব্রাঞ্চঃ
01970- 985 421
সামাদ ম্যানশন, ৮ম তলা (লিফট-৭), ফলপট্টি মসজিদ গলি, ১০ নং গোলচত্ত্বর সংলগ্ন, মিরপুর, ঢাকা
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম, রোড#২, হাউস#২৭, জিইসি, চিটাগাং ।
1 Comment
Jony Aarad August 05, 2016
good word