আইবিএ এমবিএর ৬২ ইনটেকের এক্সামকে সামনে রেখে আবারো শুরু হচ্ছে স্পেশাল মক টেস্ট ।
IBA MBA এর ৬২ ইনটেকের এক্সাম শুরু হতে আর খুব বেশী সময় বাকী নেই। আইবিএর একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২৯ নভেম্বর সকাল ১০টায় এক্সাম হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
তাই IBA MBA এর ৬২ ইনটেককে সামনে রেখে স্পেশাল মক টেস্টে আবারো ভর্তি শুরু হল ! এই মডেল টেস্ট প্যাকেজে থাকছে সাবজেক্ট-ওয়াইজ ৩টি প্রি-মক টেস্ট, হুবুহু আইবিএর আদলে ১০টি ফুল লেংথ (রাইটিং সহ), পাশাপাশি ৩টি সলভ ক্লাস, ১টি স্পেশাল রাইটিং ক্লাসও অনুষ্ঠিত হবে । ফিঃ ২,৫০০ টাকা ।
মক টেস্ট শুরু হবে আইবিএর সার্কুলার দেয়ার পর থেকে ইনশা-আল্লাহ ! সার্কুলার অক্টোবরের ৩য় বা ৪র্থ সপ্তাহে দিতে পারে ।
আমাদের ব্যাচের শিক্ষার্থীর ব্যাতীত সীমিত সংখ্যক বাইরের শিক্ষার্থী মক টেস্টে অংশ নেয়ার সুযোগ পাবেন । তাই আগ্রহীদেরকে দ্রুত ভর্তি কনফার্ম করার অনুরোধ জানানো যাচ্ছে ।
পান্থপথ ব্রাঞ্চে মক দিতে আগ্রহীরা এই লিংকে ক্লিক করুন
মৌচাক ব্রাঞ্চে মক দিতে আগ্রহীরা এই লিংকে ক্লিক করুন
মিরপুর ব্রাঞ্চে মক দিতে আগ্রহীরা এই লিংকে ক্লিক করুন 
চিটাগাং ব্রাঞ্চে মক দিতে আগ্রহীরা এই লিংকে ক্লিক করুন

 
	                        	                     
	                        	                     
	                        	                     
	                        	                    
Recent Comments