আইবিএ বিবিএর (ঢাবি) নভেম্বরের ৮ তারিখের এক্সামকে সামনে রেখে আমরা ১টি শর্ট ক্রাশ কোর্স শুরু করতে যাচ্ছি । এই কোর্সটি মূলত তাদের জন্য যারা আইবিএতে পরীক্ষা দিতে চাচ্ছেন কিন্তু সেভাবে তেমন কোন প্রস্তুতি নেননি । তারা যেন ন্যূনতম ১টা ধারনা নিয়ে পরীক্ষা দিতে পারেন সে লক্ষ্যেই আমাদের এই কোর্স ।
কোর্সটিতে ইংরেজীর উপর ২টি ক্লাস হবে, ম্যাথের উপর ২টি ক্লাস হবে আর এনালাইটিক্যাল সেকশনের উপর ১টি ক্লাস হবে ।
এছাড়া ৩টি ফুল লেংথ মক টেস্ট হবে হুবুহু আইবিএর আদলে । আর ১টি শলভ ক্লাস হবে । ফিঃ ৯৯৯ টাকা ।
আমরা ক্লাসগুলোতে ব্যাসিকালী নানা রকম শর্ট-কাট স্ট্র্যাটেজী, টেকনিক নিয়ে আলোচনা করবো । কোন সেকশন কিভাবে উত্তর দিতে হবে, কোন অংশগুলো বাদ দিতে হবে এবং এই শেষের কয়েক দিনে কিভাবে পড়লে ভালো ফল করা সম্ভব হবে সে সংক্রান্ত ব্যাপার তুলে ধরা হবে ।
আমরা জাস্ট ১টাই ব্যাচ করছি, তাও আমাদের কিছু প্রিয় মুখের অনুরোধে । আসন সংখ্যা- মাত্র ৪০টি । তারা যারা এই কয়েক দিন সিরিয়াসলী পড়াশোনায় আগ্রহী শুধু তাদেরকেই যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে ।
ব্যাচটি আমাদের পান্থপথ ব্রাঞ্চে অনুষ্ঠিত হবে ।
Recent Comments