আমি আমার IBA প্রিপারেশন জার্নি টা শুরু করি around এপ্রিল ২০২৪ থেকে। আগে থেকে একটু ঘাটাঘাটি করে জানতে পেরেছিলাম যে নভেম্বর অথবা ডিসেম্বর এর দিকে IBA এর এডমিশন টেস্ট হতে পারে। তো হতে মোটামুটি লম্বা একটা সময় ছিল। to be exact ৬-৭ মাসের মত। এই সময় এর মধ্যে আমি মোটামুটি পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন নিতে পেরেছিলাম। তো আজকে বেসিক্যালি IBA MBA এর পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়েই কথা বলব।
শুরুতে একটা কথা বলে রাখা ভালো। যেকোনো এক্সাম এর প্রস্তুতির জন্য সেই এক্সাম এর কোয়েশ্চন ব্যাংক থেকে ২/৩ টা কোয়েশ্চন সলভ করলে নিজের স্ট্রং এবং উইক জোন গুলো খুব তাড়াতাড়ি বুঝে ফেলা যায়। এতে প্রস্তুতি নেয়াটাও কিছুটা easier হয়। উইক জোন গুলোতে তখন তুলনামূলক বেশি টাইম দেয়া যায়।
English Preparation
IBA admission test-এর English অংশে vocabulary, grammar, reading comprehension, error detection এবং sentence correction–সবকিছু কভার করতে হয়।
Vocabulary এর কথা যদি বলি, শুরুতে GRE high-frequency 333 words পড়েছিলাম। এরপর Word Smart 1 & 2 টা কভার করেছিলাম। এছাড়াও বিভিন্ন app এবং ওয়েবসাইট ও ভোকাবুলারি শিখার জন্য অনেক হেল্পফুল। আমার জানা মতে magoosh gre vocab app অর vocabulary.com ভোকাব শিখার জন্য দুইটি কার্যকরী টুল হতে পারে। তবে একেক জনের vocab এর জন্য approach একেক রকম। সেক্ষেত্রে নিজের যেভাবে সুবিধা হয় সেভাবেই অ্যাপ্রোচ করা উচিত বলে আমি মনে করি। তবে Word Smart 1 & 2 কভার করা গেলে vocab সেকশনে মোটামুটি সেফ থাকা যায়।
Grammar:
Cliffs TOEFL বা যেকোনো concise grammar book থেকে গ্রামার এর রুলগুলো দেখে নিলেই মোটামুটি হয়ে যায়। আমি যেহেতু Capstone এর অনলাইন ব্যাচ এর স্টুডেন্ট ছিলাম তাই গ্রামার এর জন্য আলাদা করে সেভাবে কোনো বই ফলো করি নি। লেকচার শিট আর ক্লাস নোট গুলোই আমার জন্য enough ছিল।
reading comprehension এর জন্য রিডিং হ্যাবিট বাড়ানো জরুরি। তাই প্রতিদিন ইংলিশ কোনো ডেইলি থেকে ২/৩ টা আর্টিকেল পড়তাম। এছাড়াও রিটেন পার্ট এ আসতে পারে (সমসাময়িক আলোচিত কোনো ইস্যু) এমন কোয়েশ্চন এর জন্য আপডেটেড ও থাকা যায় newspaper পড়লে।
Practice:
Sentence correction, reading comprehension, error detection—এসবের জন্য GMAT Official Guide এবং Barron’s SAT অনেক helpful। আমি নিজেও এগুলা ফলো করেছিলাম। তবে এর বাইরেও gmat club ultimate grammar বইটাও ভালো। সেখান থেকে অনেক কোয়েশ্চন প্র্যাকটিস করেছিলাম।
সব শেষে Capstone IBA MBA এর প্রশ্ন ব্যাংকটা সলভ করেছিলাম। মোটামুটি ১০/১২ বছরের কোয়েশ্চন সব গুলোই করেছিলাম যাতে প্রস্তুতি টা আরো বেটার হয় আর কোয়েশ্চন সম্পর্কে নলেজ আরো বাড়ে।
Quantitative Ability
Quant অংশটাই অনেকের জন্য সবচেয়ে challenging। তাই শুরু থেকে chapter-wise practice করতে হবে।
Main Resource: IBA MBA Q Bank এবং Agarwal’s quantitative aptitude (I don’t remember the exact name)/ খাইরুল’স Advanced Math (শুধু গুরুত্বপূর্ণ chapter practice করা যথেষ্ট)।
আমি মেইনলি Capstone এর লেকচার guideline আর IBA er কোয়েশ্চন ব্যাংক টা সলভ করেছিলাম। এরপর আগরওয়াল এর বইটা থেকে কিছু ম্যাথ যেগুলো ইম্পর্ট্যান্ট মনে হয়েছে দেখে গিয়েছি, সব করার টাইম পাইনি। তবে লেকচার শিট আর কোয়েশ্চন ব্যাংক টা মোটামুটি এনাফ বলে মনে করি। টাইম থাকলে যেগুলোতে সমস্যা হয় অথবা ইম্পর্ট্যান্ট মনে হয় সেরকম কিছু ম্যাথ suggested বই গুলো থেকে দেখে নিলেই হয়ে যাবে বলে মনে করি। GMAT Club ওয়েবসাইট থেকেও চাইলে প্রচুর ম্যাথ সলভ করা যায়। এক্ষেত্রে ম্যাথ সলভ করার ability ও আরো বাড়ে।
Analytical Ability:
এই পার্ট এর সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চন টাইপ হলে পাজেল। প্র্যাকটিস না থাকলে এই পাজেল এক্সাম হলে গিয়ে মেলানো অনেক tough। কিন্তু করার প্র্যাকটিস থাকলে একেবারেই সহজ। পাজেল প্র্যাকটিস করেছিলাম GRE 200 puzzle থেকে। মোটামুটি সব গুলোই করেছিলাম। বলে রাখা ভালো এই সেকশনে ৮০% কোয়েশ্চন পাজেল থেকে হওয়ার সম্ভাবনাই বেশি। অর্থাৎ puzzle ভালো না বুঝলে এই সেকশনে ভালো করার কোনো উপায় নেই
নেক্সট আসে Data Sufficiency, Again GMAT Official Guide-এর relevant অংশ practice করলেই এটায় ও ভালো করা পসিবল। Capstone এর লেকচার শিট আর এই বইটা থেকেই প্র্যাকটিস করেছিলাম। বলে রাখা ভালো এই টাইপ এর কোয়েশ্চন মাঝে মধ্যে analytical সেকশনে না এসে ম্যাথ এর মধ্যে চলে আসে।
আর লাস্টলি আসে critical reasoning। analytical ability এর মধ্যে বাকি কোয়েশ্চন টাইপ গুলো থেকে এটি তুলনামূলক একটু টাফ। তবে রেগুলার প্র্যাকটিস করলে অবশ্যই ভালো করা তার পসিবল। এই পার্ট টাও GMAT official guide থেকে ফলো করেছিলাম।
Written:
IBA MBA তে রিটেন অনেক গুরুত্বপূর্ণ পার্ট। এটার জন্য বিগত বছরে আসা রিটেন এর কোয়েশ্চন গুলো সলভ করেছিলাম আর সথে মাঝে মধ্যে English daily পড়ে then ঐটা সামারি করার try করতাম। প্রতিদিন লিখার প্র্যাকটিস করতাম। আমার মতে প্রতিদিন না লিখলে আসলে রাইটিং পার্ট টায় ভালো করা difficult
IBA তে প্রতিটা সেকশনে এই ভালো করতে হয়। প্রত্যেক সেকশনে এ cut off মার্ক তুলতে না পারলে এক সেকশনে যতই ভালো আনসার করেন না কেনো কোনো লাভ নেই। সাধারণত ৬০% কে সেফ জোন ধরা হয় তবে কোয়েশ্চন এর বেসিসে সেটা vary করতে পারে। তাই যেকোনো এক সেকশনে ফোকাস না করে সব গুলতেই ফোকাস করতে হয়। তা না হলে cut off mark তুলতে না পারার কারণে বাদ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
আচ্ছা এখন বলি IBA MBA preparation এর জন্য coaching join করা দরকার কি দরকার না। এটা purely individual decision।
যদি self-discipline strong হয় এবং focused way-তে পড়তে পারেন, তাহলে coaching ছাড়া নিজের চেষ্টাতেই সম্ভব। কিন্তু যদি মনে হয় proper guideline দরকার, অথবা focus ধরে রাখতে সমস্যা হচ্ছে, আরো বেটার প্র্যাকটিস সাপর্ট দরকার—তাহলে coaching helpful হতে পারে।
***তবে যাই করো না কেন, mock test must। নিজের preparation কতদূর এগিয়েছে তা judge করার একমাত্র উপায় হলো mock test। Preparation-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো mock test। মক টেস্ট না দিলে নিজের capacity ঐভাবে judge করার কোনো সুযোগ নেই। exam-এর real scenario বোঝা যাবে শুধু mock test দিয়েই। নিয়মিত mock test দিলে বোঝা যায় কোন অংশে দুর্বলতা আছে। এছাড়াও নিজের স্ট্র্যাটেজি গুলো ও সাজিয়ে নেয়া যায় সিচুয়েশন এর উপর বেজ করে। Mock test analysis করে weak area identify করে সেসব জায়গায় তে extra focus দেওয়া যায়।
এই ছিল সংক্ষেপে আমার প্রস্তুতির জার্নি। যারা যারা আসন্ন আইবিএর এডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিবেন তাদের জন্য অনেক অনেক শুভ কামনা থাকলো।
মোস্তফা কামাল নাসিম
IBA MBA-67 ব্যাচ
0 Comments
Leave a comment