তখন ২০১১ সাল, মাত্রই গ্রাজুয়েশন শেষ করেছি । প্ল্যান ছিল ডিসেম্বরে আইবিএতে পরীক্ষা দিব ।
হঠাৎ করেই ঘোষণা আসলো আইবিএ ডিসেম্বরের পাশাপাশি এখন জুনেও ১টা নতুন ইনটেক চালু করছে । হিসেব করে দেখলাম সময় হাতে আছে মাত্র ৩৮ দিন !
তখন পর্যন্ত জানিও না যে, আইবিএর প্রশ্নের ধরন কেমন । দিব কি দিব না এরকম ভাবতে ভাবতে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে, লেটস ট্রাই । চান্স পেলে পেলাম না পেলে নাই !
প্রথমে আগের বছরের কিছু প্রশ্ন শলভ করলাম । ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকার কারণে ম্যাথ আর এনালাইটিক্যালে খুব ১টা ঝামেলা হল না । বুঝলাম মেইন ফোকাস করতে হবে ইংলিশে ।
আমি হিসেব করে দেখলাম, আমাকে দৈনিক কমপক্ষে ৭-৮ ঘণ্টা করে সময় দিতে হবে । তবে তার মানে এই নয় যে, ঘড়ি ধরে ৭-৮ ঘণ্টা পড়েই স্টপ ।
আসলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে অনেক বেশী ডেডিকেটেড থাকতে হবে । এই সময়ে আপনার সর্বোচ্চ প্রায়োরিটি এই এক্সামকে দিতে হবে ।
আমি পড়তাম টপিক ধরে ধরে, তারপর টাইম শিডিউল করতাম। ধরেন ইংলিশে ৭-৮ টা টপিক আছে (গ্রামার, এর সাথে Word, Comprehension, Preposition, idiom etc )এবার আপনি ঠিক করেন কয়দিনে শেষ করবেন।
ধরেন ১৫ দিনে ইংলিশ শেষ করবেন । তাহলে আপনি ডেইলি ২ টা করে অবশ্যই শেষ করবেন। না হলে পরের দিনের উপর প্রেশার পরবে।
এখন যে টপিক পরবেন সেটার উপর অনলাইন থেকে কিছু টেস্ট(majortest, Magoosh, Indiabix) দিয়ে ফেলেন, অথবা ক্লিফস টোফেল টিপক-ওয়াইস গ্রামারের টেস্টগুলো দিয়ে ফেলেন ।
গ্রামার দেখেছিলাম, ক্লিফস টোফেল, অফিসিয়াল জিম্যাট থেকে । ব্যারন’স জিআরই এর আগের ভার্সন থেকেও কিছু শলভ করেছিলাম ।
রিডিং কম্প্রিহেনশন আইবিএর বিবিএ, এমবিএর আগের বছরের প্রশ্ন থেকেই দেখেছিলাম ।
৩,০০০-,৪০০০ ওয়ার্ড মুখস্ত করার ধৈর্য্য বা সময় কোনটাই ছিল না । তাই নেট থেকে জিআরইর হাই ফ্রিকোয়েন্সী ওয়ার্ড লিস্ট ডাউনলোড করে সেগুলোই দেখেছিলাম ।
এই সময়গুলোতে প্রচুর পরিমাণে ইংলিশ শুনতাম যেন সেন্টেন্স স্ট্রাকচারগুলো ভালোভাবে মাথায় গেঁথে যায় । এছাড়া ইকোনোমিস্ট, গার্ডিয়ান থেকে নিয়মিত বিভিন্ন আর্টিকেল পড়তাম । সম্ভবত ভালো কিছু ইংলিশ নভেলও সেসময় পড়েছিলাম ।
কম্পিটিটিভ এক্সামগুলোতে নিজের প্রিপারেশনের সাথে সাথে অন্যের প্রিপারেশন সম্পর্কে ধারনা নেয়াও জরুরী । এ জন্য মডেল টেস্টেও অংশ নিয়েছিলাম ।
এতে করে অন্যদের চেয়ে কতটুকু এগিয়ে বা পিছিয়ে আছি, এটা বুঝতে পেরেছিলাম । আসলে কত মার্কস পাচ্ছেন এটার চেয়েও জরুরী হচ্ছে আপনি প্রেশার নিতে পারছেন কিনা বা সময়ের মধ্যে এক্সাম শেষ করতে পারছেন কিনা ।
একইভাবে ম্যাথ এবং এনালিটিকালের জন্য টপিক ধরে ভাগ করে ফেলুন।
ম্যাথসের আগের বছরের প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন যে, রিসেন্ট ইনটেকগুলোতে কোন প্রশ্নগুলো বেশী এসেছে । সে টপিকগুলোর উপর বেশী জোর দিয়েছিলাম ।
১টা বিষয় মাথায় রাখতে হবে, আপনাকে ১০০% মার্কস পেতে হবে না । ৬০-৭০% পেলেই যথেষ্ট ।
সো যে টপিকগুলো খুব ফ্রিকোয়েন্টলী আসে না এবং যে টপিকগুলোতে আপনার কনসেপ্টও খুব ১টা ক্লিয়ার না সেরকম কিছু টপিক বাদ দেয়া যেতে পারে ।
ম্যাথসের জন্য বিবিএ, এমবিএ আগের বছরের প্রশ্ন, অফিসিয়াল জিম্যাট, জিআরই বিগ বুক আর নোভা’স ম্যাথ দেখেছিলাম । ভুল হওয়া ম্যাথগুলো আলাদা ১টা লিস্টে টুকে রাখতাম ।
এনালাইটিক্যাল পাজলের জন্য আইবিএর বিবিএ, এমবিএ আগের বছরের প্রশ্ন, জিআরই বিগ বুক শলভ করেছিলাম । এর বাইরে আর কিছু দেখার দরকার নেই ।
ক্রিটিক্যাল রিসোনিং এর জন্য বুক আর আগের বছরের প্রশ্নগুলো দেখেছিলাম ।
রাইটিং পার্ট এর জন্য প্রতিদিন ১টা টপিকের উপর কিছু না কিছু লিখতাম । আমি র্যান্ডম টপিকের উপর লিখতাম । মাঝে মাঝে নিউজ পেপারের কোন আর্টিকেল বা ব্লগ পছন্দ সেটার উপর নিজের ভাষায় রিভিও লিখতাম ।
প্রতিদিন কোন টপিক কত সময় ধরে পড়তাম এটা কোন নির্দিষ্ট কোন কিছু ছিল না । কখনও কখনও ম্যাথ বেশী করতাম আবার কখনও কখনও ইংলিশ বা এনালাইটিক্যাল ।
তবে চেষ্টা করতাম পুরো সময়টা উপভোগ করতে । আমি যে, এসব আইবিএতে চান্স পাবার জন্য পড়ছি এটা ভাবতাম না । আমার ভাবনায় ছিল নতুন কিছু জানা, নিজেকে আরো ডেভেলোপ করা এবং বাই-প্রোডাক্ট হিসেবে আইবিএর প্রিপারেশন নেয়া ।
এই সময়ে অন্য কমিটমেন্টগুলো থেকে নিজেকে যথা সম্ভব দূরে রাখতে হবে । বন্ধুবান্ধবদের সাথে হ্যাং আউট, বা এন্ট্রারটেইনমেন্টের অন্য সময়গুলো থেকে নিজেকে যথা সম্ভব দূরে রাখতে হবে ।
লাইফটাকে কয়েকদিনের জন্য বোরিং বানালে এমন কিছু যাবে আসবে না। বাট এই সময়টাকে ভালোভাবে কাজে লাগানো গেলে সামনের দিনগুলোতে আপনার রিগ্রেট অনেক কমে যাবে ।
তবে যত যাই বলি এই টাইপের প্রিপারেশন মোটেও ইন্টারেস্টিং কিছু না । সো চান্স না পেলে আবারো আপনাকে এই বিরক্তিকর প্রসেসের মধ্যে দিয়ে যাতে হবে ।
সো মেক ইট ইউর ফার্স্ট এন্ড লাস্ট এটেম্পট !
———-
আইবিএ এমবিএর ৬৩ ইনটেকের সার্কুলার প্রকাশিত হয়েছে।
এডমিশন টেস্টঃ ৯ জানুয়ারি, ২০২১ সকাল ১০ টা থেকে
এপ্লিকেশন ডেডলাইনঃ ৩১ ডিসেম্বর, ২০২০
————————
আইবিএ এমবিএর ৬৩ ইনটেককে সামনে রেখে আমাদের স্পেশাল মক টেস্ট ২০ ডিসেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। অনলাইন এবং অফলাইন দুভাবেই মক টেস্টের আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
আমাদের রেগুলার এবং ক্রাশ ব্যাচের স্টুডেন্টরা তাদের ব্যাচের ফেসবুকে গ্রুপে আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
যারা আমাদের ব্যাচের স্টুডেন্ট না কিন্তু মক টেস্টে অংশ নিতে আগ্রহী তারা নিচের লিংকগুলো থেকে এডমিশন কনফার্ম করুন।
মোট ১০টি ফুল লেংথ মক টেস্ট, ৩টি সলভ ক্লাস এবং ১টি স্পেশাল রাইটিং ক্লাস অনুষ্ঠিত হবে।
অন-ক্যাম্পাস বা অফলাইনে মক টেস্টে অংশ নিতে এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
অনলাইনে মক টেস্টে অংশ নিতে এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
আইবিএ এমবিএর এই ৬৩ ব্যাচের এক্সামকে সামনে রেখে আমরা একটি সুপার অনলাইন ক্রাশ কোর্স আয়োজন করতে যাচ্ছি।
মোট ক্লাস হবে ১০টি এবং মক টেস্ট হবে ৫টি। ফিঃ২,৬০০ টাকা।
যারা অংশ নিতে আগ্রহী তারা এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
আইবিএ এমবিএর ৬৪ ইনটেকের জন্য স্পেশাল রেগুলার ব্যাচে ভর্তির চলছে। আগ্রহীরা এই লিংক থেকে এডমিশন কনফার্ম করুন
IELTS প্রিমিয়াম ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
আইবিএর এক্সেকিউটিভ এমবিএর স্পেশাল ব্যাচে ভর্তির লিংক
প্রফেশনাল ইংলিশ স্পোকেন ব্যাচে ভর্তি এবং যাবতীয় তথ্যের বিস্তারিত লিংক
বিস্তারিত জানতে কল করুন 01972-277 866
এছাড়া আইবিএ ও জবের ফ্রি টিপস এবং সাজেশন পেতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হোন আইবিএর জন্য গ্রুপ লিংক
জব এবং বিসিএসের জন্য গ্রুপ লিংক
0 Comments
Leave a comment