IELTS সম্পর্কে অনেকের অনেক জিজ্ঞাসা আছে । কোথায় এক্সাম দিব, রেজিস্ট্রেশন করব, কিভাবে প্রস্তুতি নিব, একটা ভালো স্কোর তুলব এ ব্যাপারে আমাদের কৌতূহলের কোন কমতি নেই । কিন্তু অনেক সময় সঠিক তথ্যসমূহ সবার কাছে পৌঁছায় না । তাই আমরা খুব হাইলী স্কিলড রীসোর্স পারসনদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করেছি ।
বক্তারা হলেনঃ
১। Marzuk Hasnath
Bachelor In Economics(UK)
MBA, IBA DU
IELTS Score: 8.5
২। Nazmul Hasan
B.Sc. in EEE(Peshawar)
MBA, IBA DU
IELTS Score: 8
সেমিনারের সময়ঃ
দুপুর ১২ টা
রেজিস্ট্রেশনের নিয়মঃ
যারা আগ্রহী তারা অতি সত্বর নিচের ফর্মটি ফিল-আপ করে সাবমিট করুন ।
রেজিস্ট্রেশন ফিঃ
সম্পূর্ণ ফ্রি
0 Comments
Leave a comment