“নিজের সম্পর্কে কিছু বলুন”—–এটি একটি কৌশুলী প্রশ্ন ।
প্রশ্নটি বিভিন্ন জব Interview ও একাডেমিক এক্সাম যেমন আইবিএ, বিসিএস, ব্যাঙ্ক Interview তে এটা খুব কমন একটা প্রশ্ন ।
গুছিয়ে উত্তর দিতে পারলে খুব ভালো একটা ইম্প্রেশন ক্রিয়েট করা যায় ।
এই প্রশ্নটি প্রার্থীকে তার নিজের কথা বলার সুযোগ করে দেয় এবং এই প্রশ্নের কোন সঠিক বা ভুল উত্তর নেই | প্রার্থী যা বলবে তাই |
এই প্রশ্নের উত্তরে প্রার্থী তার সৃজনী শক্তিকে কাজে লাগাতে পারে কারণ এখানে সঠিক বা ভুল উত্তর নিয়ে ভাবতে হয় না |
এতে চাকরিদাতা প্রার্থীর চরিত্র, কল্পনাশক্তি এবং উদ্ভাবনী শক্তি সম্পর্কে জানার সুযোগ পায় |
এক্ষেত্রে আপনি আপনার জীবনবৃত্তান্তের যে তিনটি অথবা চারটি বিষয় তাদের স্মরণ করাতে চান সেগুলো তুলে ধরুন এবং ঐগুলো সম্পর্কে কথা বলুন |
তাদের কাছে নিজের ব্যক্তিগত স্বপ্ন বলার ঝোঁক সংযত করা অতিব জরুরি |
এই প্রশ্নটির উত্তরে প্রত্যেকেই যে ভুলটা করে থাকে সেটা হলো কোথায় সে পড়াশোনা করেছে, কী খেতে বা পড়তে ভালবাসে, ইত্যাদি তথ্য দিয়ে সময় নষ্ট করে |
আসলে, আপনার নিজের সম্পর্কে বলা মানে আপনার পছন্দ বা অপছন্দের বিষয় সম্পর্কে নয়, বরং আপনি কী ধরনের জব প্রোফাইল পছন্দ করেন .
(তবে অবশ্যই যে পদের জন্য ইন্টারভিউ দিতে গিয়েছেন, সেটাকে প্রাধান্য দিতে হবে আপনাকে), বা কী বিষয় নিয়ে আপনি পড়াশোনা করেছেন, যে প্রোফাইলে কাজ করার জন্য আপনি আবেদন করেছেন, কেন আপনি সেই প্রোফাইলের জন্য উপযুক্ত সেসবই হল এই প্রশ্নের যথাযোগ্য উত্তর |
সহজ ভাষায়, ইন্টারভিউয়ার বা প্রশ্নকর্তা যা কিনতে চাইছেন, আপনাকে তাই-ই বিক্রি করতে হবে |
ধরুন, আইবিএর Interview বোর্ডে এই প্রশ্ন ফেস করলেন ।
তখন আপনি বলতে পারেনঃ আপনি সোশ্যাল এক্টিভিটি পছন্দ করেন ।
আপনি সুযোগ পেলেই সমাজ সেবামুলক কাজে অংশ নেন । গেল শীতে, আপনি নিযে উদ্যোগী হয়ে শীতের কাপড় সংগ্রহ করে আপনার এলাকায় বিতরণ করেছেন ।
অথবা আপনি দায়িত্ব নিতে খুব পছন্দ করেন ।
অনার্সের সময়ে কোন এক ওরিয়েন্টেশন প্রোগ্রামের খাবারের সাপ্লাইয়ের দায়িত্ব আপনি পালন করেছেন ।
এভাবে নিজের সম্পর্কে পসিটিভ মেসেজ পৌঁছায় এরকম কিছু বলার চেষ্টা করেন ।
Interview দেওয়ার সময় চেষ্টা করবেন ইন্টারভিউয়ার যেন আপনার সঙ্গে সমানভাবে অংশগ্রহণ করেন সেটা নিশ্চিত করতে |
তাতে তার পছন্দ-অপছন্দ, প্রয়োজন সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হয়ে যাবে |
সাক্ষাৎকারগ্রহীতা এমন একজনকে খুঁজছেন যে তার দুর্বলতা এবং ক্ষমতাসমূহ সম্পর্কে অকপটে বলতে বাস্তবসম্মত হয় |
তাদের নিজেদের দৃষ্টিগোচর থেকে আপনি আপনার দুর্বলতাগুলো প্রতিরোধ করতে কোন পদক্ষেপসমূহ নিয়েছিলেন সেগুলো বর্ণনা করতে এবং আপনার যোগ্যতার দাবির সপক্ষে কিছু উদাহরণ তুলে ধরা প্রয়োজন |
দুর্বলতা ব্যাখ্যা এমনভাবে দিন যেন সেটি আসলে আপনার ভালো দিকই তুলে ধরে ।
যেমন, আলসেমি, বিশৃঙ্খলা আপনার সমস্যা ।
আপনার উইকনেস হিসেবে এগুলো না বলে বলুন, আপনার দুর্বলতা হচ্ছে আপনি খুব কাজপাগল ।
কাজ করতে গেলে দিন-রাতের হুঁশ আপনার থাকে না ।
মোট কথা উত্তর দেয়ার সময় সবসময় এটা মাথায় রাখতে হবে যে, আপনার ক্যারেক্টারের সবগুলো ভালো ও শক্তিশালী দিক ফুটে উঠছে এবং আপনি নিজেকে একজন পসিটিভ মানুষ হিসেবে সেল করছেন !
IBA (BBA, MBA) এবং JOB প্রিপারেশনের জন্য বর্তমান সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের ১টি হচ্ছে Capstone Education।
Capstone Education এর প্রায় ৭৫ এর অধিক শিক্ষার্থী আজ IBA DU এর MBA-তে পড়ছে ।
আমাদের আইবিএর স্পেশাল ব্যাচগুলোতে লাইফ-টাইম স্টুডেন্টশীপ ভ্যালিডিটি দেয়া হয় । অর্থাৎ, একবার ভর্তি হলে পরে যতবার ইচ্ছা কোর্সটি ফ্রি রিপিট করতে পারবেন ।
এছাড়াও যাদের ব্যাসিক দুর্বল তাদের জন্য ফ্রি ব্যাসিক ডেভেলপমেন্ট ক্লাসের ব্যাবস্থাও এখানে আছে ।
এই মুহুর্তে আমাদের যেসব কোর্সে ভর্তি চলছেঃ
এখন ভর্তি চলছে আইবিএ এমবিএর ৬১ ইনটেকের জন্য স্পেশাল মক প্রোগ্রামে । পছন্দের টাইম স্লট পেতে দ্রুত ভর্তি ভর্তি কনফার্ম করুন । রেজিস্ট্রেশন লিংক
https://bit.ly/2O7qLnk
আর আইবিএ এমবিএর ৬২ ইনটেক জন্য আর্লি স্পেশাল ব্যাচে ১,০০০ টাকা ডিসকাউন্টে ভর্তি চলছে । এই সুযোগ নভেম্বরের ৩০ তারিখ পর্যন্ত । রেজিস্ট্রেশন লিংক
https://bit.ly/2iUCY10
এছাড়া বিসিএস ও সরকারী ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মাল্টি ন্যাশনাল ও ফাইনান্সিয়াল ইন্সটিটিউটগুলোতে চাকরীর মূল্যবান পরামর্শ ও দিক নির্দেশনার জন্য জয়েন করুন এই গ্রুপে
যারা আইবিএ/ ইএমবিএ / বিআইবিএম এর ফ্রি সাজেশন ও টিপস চান তারা আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন । জয়েন করতে এখানে ক্লিক করুন ।
পান্থপথ ব্রাঞ্চঃ
01972-277866 or 016 30 31 30 31
ঠিকানাঃ ১৫২/২, এ-২ গ্রীন রোড, রওশন টাওয়ার (লিফটের-৪), পান্থপথ সিগন্যাল, ঢাকা-১২০৫।
মৌচাক ব্রাঞ্চঃ
01999- 017 011
ঠিকানাঃ ৯০/১ আউটার সার্কুলার রোড, মালিবাগ, ঢাকা-১২০৫। ‘
চিটাগাং ব্রাঞ্চঃ
01970- 985 420
ঠিকানাঃ
ও আর নিজাম রোড# ২, হাউস # ২৭, জিইসি, চিটাগাং
6 Comments
Mirza Anwar June 18, 2016
I want to specific Suggession
Nazmul Haque May 03, 2016
Thanks!!!
Ananya Debnath May 03, 2016
Really good one (y) thanks vaiya 😀
Ahsan Dipu May 04, 2016
Thanks for your post….
Lipon Islam Lipu May 04, 2016
Many many thanks
ISMAIL HOSSAIN January 26, 2020
তারা কি কিনতে চাচ্ছেতা আপনাকে বিক্রি করতে হবে।
বেশি ভালো লাগছে❤❤
Leave a comment